গর্ভে আগুন ধরো উপরেতে জল
বিচিত্রা ধরনী তুমি রূপে অবিরল
স্থল জলে সমাবেশ নয়নাভিরাম
জড়-জীবে গরবিনী মর্ত্য যে নাম।
অসীম নভো মাঝে খুদে অতিশয়
তবু যতো গ্রহ-তারা তদরূপী নয়
আলো বায়ু রঙ ঘ্রাণ বিলাসব্যসন
নিসর্গে স্বর্গ পুরী শোভা বিমোহন।
দিবস ও নিশীথের চিরায়ত পালা
জন্মাবধি চলমান চক্রাকার খেলা
নিজ অক্ষে ধাবমান লক্ষ যুগ ধরে
ঘিরে রেখেছে কায় বায়ু স্তরে স্তরে।
বিপুলা শ্যামলা ধরা মনোহরা ধাম
জীবন বাহিত করো আশিষে উদ্যাম
চরাচর জুড়ে খেলে অগনিত প্রাণ
মমতায় ধরে রাখো মায়ের সমান।।