টুপ করে ঝরে পরে, জলে মিশে জল
তুমি আমি মিশে যাই যেন অবিকল
তুমি আমি মিশে যাই, আঁধারে আঁধার
লোবান আর হাওয়া যেন, হই একাকার
পাপড়ি ও রঙ মাঝে খুঁজে ব্যবধান
যায় কি কখনো পাওয়া, প্রাণে জুড়ে প্রাণ
তুমি আমি মিশে গেছি হৃৎস্পন্দনে
কি করে সরাবে বলো কোন বিভাজনে?