শহর থেকে অনেক দুরে
কাঁচা রাস্তার বাঁকে..
বাজার থেকে একটু ভিন্ন
গ্রাম্য হাট বসে থাকে,
নানান গাঁয়ের নানান লোক
এই হাটে আসে চলে..
কেউবা আসে বিক্রি করতে
কেউবা কেনার দলে,
অতিকায় এক বটবৃক্ষ
ছায়া দেয় হাটজুরে..
পুর্নতা পায় গ্রাম্য হাট
শতো লোকের ভিড়ে,
মাছ, মসলা, শাক-সবজি
সবি হাটে দেখা যায়..
বাবার কাঁধে ছোট্ট শিশু
মজা খাওয়ার বায়নায়,
পান-সুপারি বাদাম টানা
জিলাপি গরম ভাজা..
হাটে স্থান পায় যতো পন্য
একদম তরতাজা,
এক কোণেতে কামার বসে
বানায় দা- বঠি..
অন্য কোণে বাহারি রঙ্গে
রয়েছে শিতল পাটি,
হাটের পাশে ছোট্ট নদী
নৌকা সাড়ি সাড়ি..
মাঝি বসে যাত্রী নিয়ে
উজান দিতে পাড়ি,
থেমে যায় হঠাৎ সব কোলাহল
দিনের আলোর শেষে..
গ্রাম্য হাট রয়েছে যেন
প্রকৃতির সাথে মিশে,