মানবতা আজ কোথায় তুমি
ঘুরে এসো সেই গাঁয়..
কচি হৃদয় কাঁদে যখন
কঠিন নির্মমতায়,
মানবতা তুমি নিরব কেন
বর্বরতার লগ্লে..
চোখ ভিজে যবে বোবা কান্নায়
অন্যায় নিপিরনে,
মানবতা আজ ঘুমিয়ে কি তুমি
করোনা যে কোন উক্তি..
নাকি মানবতা নিজেকে বিকিয়ে
করো জালেমের ভক্তি,
মানবতা তোমার চোখ কি বাঁধা
থাকো কি অন্ধকারে..
সারা বিশ্ব কম্পিত যবে
মুসলিম হাহাকারে,
মানবতা তুমি তৈরি থেকো
নিশ্চুপ ছিলে যবে..
শেষ বিচারের দিনে তোমার
সকল হিসাব হবে,
#1911#