ছোট্ট একটা ডায়রি আমার
অনেক কিছু লিখা..
লিখি যখন মনটা ভালো
যখন থাকি একা,
লিখি মনের গোপন কথা
সুখ দুঃখের স্মৃতি..
লিখি কিছু অনুভুতি
মধুমাখা প্রেম প্রীতি,
ডায়রি মাঝে প্রতি পাতায়
অনুরাগের সুর..
আরো তাতে লিখি আমি
সূদুর অচিনপুর,
কিছু সময় হৃদয় মাঝে
করে উঠে হাহাকার...
ডায়রি পড়ে মনটা আমার
হালকা হয় আবার,
কিছু কথা লিখতে আমার
পাতা ভিজে যায় জলে..
হতাসা আর পরাজয় কেন
কোন মোহনার ছলে,
নতুণ কোণ স্বপ্নে আমি
বুক বাধলাম আজ..
ডায়রি মাঝে লিখি সে কথা
পাতা করে রাখি ভাজ,
মধুমাখা কিছু পাতার মাঝে
ফুলের পাপড়ি রাখি..
নবরুপে দেখা স্বপ্ন গুলো
রং তুলিতে আঁকি,
কে জানে কতো সুখ আছে বাকি
বাকি আছে আরো ক্ষতো..
এই ডায়রির শেষ যে কোথায়
লিখতে হবে কতো,
#1911#