আমি কবি হতে চাই
লিখতে চাই কিছু কথা..
সবার কাছে জানাতে চাই
মনের ব্যাকুলতা,
আমি চাই নতুন কিছু
কাব্য সৃষ্টি করতে..
হিংসা বিদ্বেস ভুলে গিয়ে
সুন্দর সমাজ গড়তে,
আমি কবি হতে চাই
যেতে চাই বহুদুর..
নবরুপে লেখা কবিতার মাঝে
তুলে ছন্দের সুর,
চাই সকলের মনের মাঝে
সুখের ছোঁয়া দিতে..
কাব্য দিয়ে সবার মনে
একটু যায়গা নিতে,
আমি কবি হতে চাই
তুলে ধরতে সমাজের অসঙ্গতি
সুন্দর সমাজ নষ্ট কেন
হচ্ছে রাতারাতি,
কেমন করে যুব সমাজ
যাচ্ছে রসাতলে..
নেশার কবলে তারা কেন আজ
যেতে চাই তা বলে,
আমি কবি হবে চাই
লিখতে তাদের কথা..
রক্ত দিয়ে আনলো যারা
দেশের স্বাধীনতা,
রক্তঝরা যাদের ঘামে
বাড়ছে অর্থনীতি..
কেন আজ দেখছি তাদের
করুন পরিণতি,
আমি কবি হতে চাই
হতে চাই এক বিদ্রোহী সৈনিক..
অন্যায় আর দুর্নিতি রোধে
সচেতন নাগরিক,
আমি চাই লিখার মাঝে
করতে এক যুদ্ধ..
বদলে যাবে সমাজটা এই
হয়ে যাবে পরিশুদ্ধ,