বৃষ্টি থেমে গেছে বলে আজ তুমি এসেছো
আসোনি'তো শ্রবণও রাতে,
শ্রবণ'তো চলে গেছে সেই সে কবে
তার যতো মায়া কান্না সব ঝরিয়ে ;
আজ সে শান্ত দিঘীজলে স্নান করেছে
আর কখনো কাঁদবেনা বলে।
আঁকবেনা সে আর কোনো স্বপ্ন রেখা
পাশাপাশি বসে একসাথে ঐ হিমালয় দেখা,
এক সাথে কিছুই নয় আসলে যে একা,
ফন্দি করে যায় না কভু চলনা'কে ডাকা।
দেখেছো কি কভু ভেবে
দূুর থকে বহু দূরে
তারা যত আলোকবর্ষ,
তারো দূরে
তুমি আমি যাই ক্রমে সরে সরে....
রচনাকাল -
২৬/০৬/২০১৬