ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বো একদিন,সময় এর গ্লানি আমায় আর ছোঁবে না। সন্ধ্যাবিহীন ; কত রাত পার হয়ে যাবে কেউ কোন দিন আলোর পুলকি জ্বালাতে আসবে না।
এখানে আশা.....
ইচ্ছের মরণ.........
পার হয়ে যাওয়া দিগন্তের বিবরণ........
ওখানে স্বপ্নভঙ্গের করুণ অঙ্গুলি – অস্থির ভীষণ
মানুষের আত্মীয় আর আত্মার নিপীড়ন কোন কিছু থাকবেনা।
আমি চলে যাবো ঐ পরম আত্মীয়র কছে,
যে আমাকে কেনো দিন পর করে দেয়নি......এখানে ওখানে সব খানে আমায় তার আপন করে রেখেছে....!
আর ইচ্ছে নেই পাথর রন্ধ্রে অশ্রু ফেলবার,
ভয়ঙ্কর একাকীত্ব গড়ছে ভিনদেশীর মতোন কেমন অবাক দুটি চোখ........ পরাজিত অবয়ব ! আমার চতুর্পাশে গড়ে তুলেছ যন্ত্রণার এক বিশাল শৃঙ্গ.......
কেউ বুঝেনি........
কেউ বুঝতে চায়নি........
কেউ বুঝতে চাইবে ও না...........কি ছেয়ে ছিল এই মন।
আমাকে তুকড়ো করে খেয়েছে সহস্র মূঢ় অধম,
কোনো ত্যাগি দের ভাগে পড়েনি.....আমার জন্য একটু ও বাত্সল্য! আকাঙ্ক্ষার চতুর্দশীরা ক্ষয়ে ক্ষয়ে আমাকে একা করে ফেলেছে খুব একা – আত্মার মতো একা।
আমার হৃদয় অবনি চিড়ে দেখো কতশত চূর্ণ হওয়া স্বপ্নের স্তূপ-
না না আর পারছিনা.....
আর থাকতে ইচ্ছে নেই.........
যেতে হবে_এটাই যে নিয়ম..........
তবে আমার নিস্পৃহ আত্মা ফরিয়াদ করবে তার সত্তার কাছে- তাই মূঢ় অধমদের কে বলছি - ভেবনা এখানে অনন্ত টিকে থাকবে,
তোমাকে ও যতে হবে......
শুধু স্বভাবের ফল ছাড়া, এই মেঠো ভারা আশা, রঙ্গ-বে'রঙ্গের পুলকিত আলোক সজ্জা, সুখের জন্য আয়োজিত যত কিছু, সব ছেড়ে যেতে হবে।
ঐ খানে উচু নিচু কোনো কিছুর ভেদাভেদ থাকবেনা। থাকেবে শুধু ভালো মন্দের হিসেব।
এখানে অন্ধের মতো যতই ঢেকে যাও না আমায়, দেখা হবে হবেই দেখা কোন এক অজানায়।