কতটা ব্যথায় আকাশ কাঁদে জানেনা'তো কেউ,
কতটা আঘাতে বলো উঠে সাগরের বুকে ঢেউ,
যতটা উত্তাপে মাটিতে ফাটল ধরে,
ততটুকু কষ্ট আমার এই বুকে।
আমি ছাড়া আমাকে খোঁজার নেই'তো কেউ,
মাঝে মাঝে উঠে প্রাণে নীল বেদনার ঢেউ,
আমাকে আমার মাঝে জীবন্ত কবর দিয়ে-
কি সুখে কাঁদি আমি বুঝেনা'তো কেউ।
সুখের আাশায় কতো ঘাটে তরী ভিড়ালাম,
ভালোবাসার দামে শুধু ঘৃণা'ই পেলাম,
ফিরবো না কোনো দিন চলে যাবো যেই দিন,
হয়'তো বা পৃথিবীর এটাই নিয়ম।
সান্ত্বনা বলে শুধু দু'চোখের জ্বল,
বুকে ব্যথা- মিথ্যে আাশা এটাই সম্বল,
জীবন আর কতো দিন চলে যাবো এক দিন,
ও পৃথিবী তোমার তরে হাজার ও সালাম।