বৃষ্টি হয়ে যদি ঝরো
তবে আমায় একটু ভিজতে দিও,
ঊষ্ম মনের প্রেমের আগুন,
ফোঁটায় ফোঁটায় নিবিয়ে দিও ||
সূর্য হয়ে যদি ওঠো
তবে আমায় একটু আলো দিও,
অন্ধকার এই প্রেমের ভুবন,
তোমার রূপে জ্বলিয়ে দিও ||
ফুল হয়ে যদি বনে ফোটো
তবে আমায় একটু খবর দিও,
আসবো ছুটে ভ্রমর হয়ে,
একটু সুখের ছোঁয়া দিও ||
বতাস হয়ে যদি ছুট
তবে আমায় একটু জানিয়ে দিও,
জানালাটা খুলে দেব,
একটু শীতল করে যেও ||
বসন্তের ঐ বাঁশ বাগানে কোকিল হয়ে যদি আসো
তবে আমায় একটু গান শুনিও;
মগ্ন করে তোমার সুরে-
সুরেলা আলাপন করে যেও||
উদাস মনে কবু যদি
একেলা হয়ে দাঁড়িয়ে থাকো
তবে তুমি চলে এসো ভালোবাসায় জড়িয়ে নেবো ||