যদি মেনে নিতে হয়
             জীবনের পরাজয়,
তবে ফেরাবো না আমি
             সুখে থেকো তুমি ।
দিতে পারি পাড়ি
            চাঁদের  দেশ টা আমি,
থাকো যদি পাশে আমার  তুমি ।
দিতে পারি আড়ি
            রাতের সাথে আমি,
সুখের পরশ দিয়ে  
            রাখো যদি তুমি ।
শুনবে না এ মন
            তারার আলাপন ,
চুপিসারে মনমোহিনী
            কথা বলো যদি তুমি।
হারাবে না মন
            দেখে প্রজাপতির আলিঙ্গন ,
একটু কোমল ছোঁয়া দিয়ে
             রাখো যদি তুমি।
দেখবে না নয়ন
             ঐ সাত রঙা ভুবন,
অপরূপ এই সুরৎ নিয়ে
             কাছে থাকো যদি।




রচনাকাল -
২৩/০৭/২০১৫
ইউ,এ,ই।