আরো একটু বিরহ দাও আমায়,
আমি তৃষ্ণার্ত প্রেমটা কে বিরহের
জলে একটু বিজাতে চাই,
বিষাদের ছায়া দিয়ে ঢাকতে
চাই না পাওয়ার যন্ত্রণা।
আমার দৃপ্ত সৃষ্টি — নিখুঁত প্রেমটা
কে ভাসাতে চেয়ে  
তোমার প্রেম যমুনায়,
আজ খর্ব স্রোতে ভেসে গেলো স্বপ্ন তরী ।
তবুও
জীবনের  ছায়া চিহ্নিত কষ্ট ভরা
আকুতি নিয়ে  সাজাতে চেয়ে
ছিলাম আমার প্রেমের বাসর,
আমি তোমার দেয়া ব্যথার মূর্তি কে
নিয়ে দূরে বহু দূরে তোমরা সুখের
ঠিকানা ছেড়ে কষ্ট মাখা বালির স্তূপে
বানাতে চেয়ে ছিলাম আমার প্রেমের ঘর।  
           তুমি তাও হতে দিলে না।
তুমুল ঝড়ে করে দিলে আমার প্রেমের অন্তিম সমাধি ।
           হায় প্রেম আমার !
তুমি হয়ে গেলে প্রতিদিন না পাওয়ার এক জ্বলন্ত অনুভূতি ।


রচনাকাল -
২২/০৭/২০১৫
ইউ,এ,ই