কথা ছিল তুমি আমার হবে,
স্বর্গ সুখের আদর মাখবে
তোমার এই বদনে,
তবে কেন তুমি এমন করলে,
আমায় ছেড়ে চলে গেলে
অন্য ভুবনে।
ভালোই করতে মিথ্যে আলাপন,
আমি নাকি তোমার নয়ন,
অন্ধ নাকি আমায় ছাড়া
তোমার এই জীবন।
মিত্যে ভালোবেসে ছিলে,
তাই তো এতো দুঃখ দিলে,
কেমন আছো অন্যের ঘরে,
আমাকে কাঁদিয়ে।
রোজ সকালে আসতে ছুটে,
আমার হাতের ছোঁয়া নিতে,
আজ কি তবে বেশ ভালো আছো?
কার হাতের পরশ মাখছো
তোমার সারাটা গায়ে।
পাথর ভেবে আঘাত করলে,
বাঁচার স্বাদ টাও কেড়ে নিলে,
বুঝলে না এই মনের কথা,
তোমাকে নিয়েইতো ছিল আমার বেঁচে থাকা!