সব ফুল কি ফোটে হায়?
কিছু ফুল ঝরে যায়,
কিছু ফুল মালা হয়ে রয়ে যায় স্মৃতির পাতায়।
সব পাখি কি নিড়ে যায়?
কিছু পাখি পথ হারায়,
কিছু পাখি থেকে যায় বন্ধী খাঁচায়।
সব ঋক্ষ কি আলো দেয়?
কিছু ঋক্ষ মলিন হয়,
কিছু ঋক্ষ গুণ্ঠন হয় মেঘের ছায়ায়।
সব কথায় কি গান হয়?
কিছু কথা খুঁজে লয়,
কিছু কথা পড়ে রয় মনের খাতায়।
সব সুখ কি ফেরারী হয়?
সবাই কি আর সুখি হয়?
তবুও কিছু সুখ অমর রয় স্মৃতির পাতায়!
রচনাকাল -
তারিখ- ১১/০৭/২০১৫
ইউ এ ই,