ঝরা শূন্য বটমূল ফ্যাকাসে তাহার দু'টি কূল-
দূর থেকে আসছে রোদের ঢাঁচা,
সাদামাটা জীবন আর্তনাদ আর রোদন-
কিছু চাওয়া কিছু পাওয়া, নিঃসঙ্গতার মাঝে তার বাঁচা।

চুপচাপ আবেশে মলিনতার দুপ-
সুবাসিত অবকাশ, বেঁচে থাকার নব'আশ,
মায়া ভরা নীল আকাশ; সবই তার নিরাশ-
বেঁচে আছে দুব'তার মূলে।

তাহার যত দুরাশ আমি তার সাজে-
একলা পথে আমি আজ ছায়া ছিন্নতার মূলে,
গতিপথ হয়'রদ, দুসর আজ খুঁজে-
একলা একা আমি আজ হাজার জনতার মাঝে।

রচনাকাল -
তারিখ-০৮/০৭/২০১৫
ইউ এ ই,