আমাদের দেশে হবে সেই বাঙালি কবে
মিথ্যার জাল ছিড়ে সত্য কে ছোঁবে,
মুখে হাসি বুকে বল তেজে ভরা মন
দুর্নীতি রুখিয়ে দেব, এই যার পন,
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
হৃদয়ে নাই কি তোমার শহীদের মান?
হাত, পা- সবারই আছে মিছে কেন ভয়
চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়?
সে বাঙালি চায় কে বলো, কথায়-কথায়,
বিপদ দেখিলে যে দৌড়ে পালায়।
সদা প্রাণে হাসি মুখে করো এই পন
চেতনায় শাণ দেবে, দিয়ে প্রাণ মন।
মনে প্রাণে খাঁটি সবে, শক্তি করো দান,
মুক্ত চিন্তার জয় হলে দেশের কল্যাণ।



-------------------------------------------------------------

**শ্রদ্ধেয় কবি কুসুমকুমারী  দাশ যদি "আদর্শ ছেলে" কবিতাটি এই সময় লিখতেন তবে সম্ভবত এমনি হত। বলা বাহুল্য, কবিতায় অধিকআংশ শব্দাবলী কবির কবিতার শব্দভান্ডার থেকে নেয়া হয়েছ। (প্রিয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে উৎসর্গ করলাম।)**

রচনাকাল -
তারিখ ০৭/০৭/২০১৫
ইউ এ ই,