পড়ে থাকুক স্বপ্নগুলো চোখের কোণে,
নাইবা মিলুক কারো সাথে এই জীবনে।
একলা একা দেখে যাবো সংগোপনে-
নিজুম দ্বিপে-পথে ঘাটে-রাত বেরাতে-
ভরদুপুরে,
দেখে যাবো স্বপ্নগুলি ;
আমি যে এক স্বপ্নময়ী।
ভালোবেসে যাবো আমি
সবুজ ঘাসের শিশিরকণা-
শিল্পীর হাতের রংতুলির ঐ ছবি খানি,
পাগলি মেয়ের চিরকুঠার ঐ কথা খানি।
দেখে যাবো গেঁয়ো মেয়ের
মনমাতানো হাসি খানি-
আলতা পায়ে ঝনঝনানি পায়েল খানি,
বিকেল বেলা গোধূলির এই সূর্য খানি-
রাত্রির বুকে হারিয়ে যাওয়া সন্ধা খানি,
আমি যে এক স্বপ্নময়ী।