মাধুর্যতায় ভরা তুমি হাওড় হাকালুকী
        তোমার তরে বয়ে গেছে কত
             খালবিল, সুরমা ও পানাই নদী।
বর্ষার দিনে ভাসো তুমি ত্বই ত্বই করা
         জ্বলে,পাতিহাঁসরা তোমার মাঝে
                মন উল্লাসে ভাসে।
দক্ষিণা বাতাসে আসো তুমি মাঝীর
            কন্ঠ হয়ে,শতশত শাপলা ফুল  
                   তাইতো ফুটে আছে।
গ্রীষ্ম কালে সাজো তুমি সবুজ
           ধানের ক্ষেতে,তাইতো তোমার
                 ছবি খানি শিল্পীর রংতুলিতে।
হাজার হাজার রূপে তুমি
            হাজার গুনওগানে,হাজার  
                 হাজার মৎস জীবির মৎস
                                            সংরক্ষণে।
হরেক রকম অতিথি পাখির
            সমাবেশ তোমাতে,রাখাল ছেলে
                গরু চড়ায় ছাতি লাঠি হাতে।
মনো মুগ্ধকর রূপে তুমি হাওড়
            হাকালুকী,তোমার স্নিগ্ধতার সুধা
                পানে ধন্য হলাম আমি।