থাকবো না এই পৃথিবীতে
জানি একদিন,
হয়ে যাবে ভূপাতে মোর- সবই বিলীন;
রইবো আমি মাটির ঘরে
একলা একা শুয়ে।
মাটি আমায় করবে গ্রাস নিমিষে নিমিষে;
করি যদি রোদন আমি শুনবেনাতো কেউ।
বন্ধুবান্ধব,আত্বীয়স্বজন সবাই ভূলে রবে,
রুপে ভরা বদনখানি গলে পচে যাবে;
কীটপতঙ্গ, পোকামাকড় এসব
তোমায় খাবে।
চলবেনা আর বাহাদুরি-রাজার রাজত্ব
যতই তুমি চিৎকার করো-
শুনবেনাতো কেহ্।
চলবেনা আর হুকুম তোমার
ওকে ধরে মারো।
না হয় এবার ওকে তোমরা
জ্যান্ত পোড়ে ফেলো।
চলবেনা আর আদেশ তোমার
অন্ধকার কবরে।
কিড়া গুলো ধরে তোমায়
মজা করে খাবে।
হিসেব করে চলো তুমি এ জগত,সংসারে
না হয় তোমায় রোজহাসরে "আগুনে" পুড়াবে।