অতীতগুলো গজিয়ে আছে
হৃদয়ের পতিত ভূমি জুড়ে,
ঠায় দাঁড়িয়ে সারি সারি
উলুখাগড়ার মত করে।
হৃদয় তোমার উরবর ভূমি
নিত্য কর প্রেম চাষ,
লাঙল কাধে রসিক চাষী
করছে কৃষিকাজ।
হাপিয়ে গেছে জীবন আমার
পড়ে স্মৃতির তলে,
দুমড়ে মুচড়ে পিষে গেছো
তোমার বন্য পদদলে।
সুখ স্মৃতি হাতড়ে আমার
কাটুক বারোমাস,
আরেকটিবার হলোই না হয়
আমার সর্বনাশ।