উৎসর্গঃ নাহিদা উর্মি
প্রতিটি সকাল অনেক মিষ্টি লাগতো।
তুমি যখন বলতে, শুভ সকাল।
মনে আছে তোমার,
কতোটা সকালকে শুভ সকাল বলা হয়নি।
কতোটা সকাল ঘুম ভাঙ্গেনা তোমার ফোনে!
তুমি শুভ সকাল বললে,দিনটি যেন কাটতেই চাইতোনা।
ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জ্বলজ্বল করতোনা।
নিরাশ হয়ে লুটিয়ে পড়তো মাটিতে।
তুমি শুভ সকাল না বললে,গাইতো না ভোরের পাখি
ঘুম ভাঙানিয়া সুরে।
তুমি শুভ সকাল না বললে,ভোরের সূর্য্য হাসতোনা
সোনা ঝড়া রোদে।
তুমি শুভ সকাল না বললে,মনমরা হয়ে ফুটতো
ভোরের শেফালী।
আজ আর তুমি শুভ সকাল বলে ঘুম ভাঙাও না।
আমার সকাল গুলোও আর চিনি ছাড়া চায়ের মত
মিষ্টি হয়না।
সারাটা দিন কাটে আমার এলোমেলো,ছন্দহীন হয়ে।
বাউল হৃদয় একতারা হাতে হেঁটে বেড়ায়,
তোমার মনের অলিগলিতে।
তুমি শুভ সকাল বলবে বলে।
পূর্ণিমার চাঁদটা এখন আর তেমন আলো ছড়ায় না।
বাঁশিতে আর আগের মত সুর বাজেনা।
আজ আর গলা ছেড়ে গান আসেনা।
ধোয়া উড়া চায়ের কাপ কখন যে ঠান্ডা হয়ে আসে
তোমাকে কল্পনা করে,বুঝতেই পারিনা।
বিশ্বাস কর,আমার দিন কাটেনা,মরে যেতে ইচ্ছেকরে।
শুধু তুমি পাশে নেই বলে।
একটি রাতও আমি ঘুমাতে পারিনা।
কি করে ঘুমাবো বল?
তুমি শুভরাত্রি না বললে তো আমি ঘুমাতেই পারিনা।
কত রাত তুমি শুভরাত্রি বলে,
এঁকে দাওনা মিষ্টি চুমু কপালে।
আমি সারারাত জেগে থাকি,অপেক্ষা করি
কখন তুমি বলবে,শুভরাত্রি প্রিয়ো।
তুমি জানো,কত রাত নির্ঘুম স্বপ্নহীন কাটছে?
স্বপ্ন দেখতে খুব ইচ্ছে হয়,কিন্তু স্বপ্নেরা আসেনা,
তুমি শুভরাত্রি বলোনা।
আমি স্বপ্ন ঘুমের আগুনে পুড়ে ছাই হয়ে যাই,
ছাই হতে আবার জন্মলাভ করি,
পৌরাণিক ফিনিক্স বার্ডের মত।
ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে অপেক্ষা করি,
তুমি ফিরে আসবে,তোমাকে ফিরতেই হবে।
আবারও আমার ঘুম ভাঙবে,
তোমার মুখে শুভ সকাল শুনে,তোমার ঘুম ভাঙানিয়া সুরে।
আবারও আমি হারিয়ে যাব স্বপ্ন ঘুমে,
তুমি শুভরাত্রি বলবে,কপালে চুমু একে দেবে।
আমি ঘুমের ঘোরে হারিয়ে যাব, তোমার মনের অতলে।