যখন খুব একলা লাগে
একটি মুখ চোখে ভাসে,
স্বপ্ন পুড়ে ধোয়া উড়ে
আগুন জ্বলা দীর্ঘশ্বাসে।
মহাশূন্যে দৃষ্টি মেলে
কল্পনাতে ভাসি,
খুব দূরে নয় তুমি আমি
এক আকাশের নিচেই আছি।
শত দুঃখ জ্বালার মাঝে
ভেবে তোমার মুখ,
কল্পনাতেই খুঁজে নেই
একটুখানি সুখ।
অভিমানের কাটার খোঁচায়
হৃদয়ে পড়েছে চিড়,
দুইজনের মাঝে তাই আজ
গড়ে উঠেছে মহাপ্রাচীর।