জীবনটা কেটে যাচ্ছিল,
কোন এক উপগ্রহের মত,
ভেসে বেড়াচ্ছি আকাশে আকাশে,
ছিল না ঘরে ফেরার তাড়া,
ভাসছি আর ভাসছি।
কিন্তু,
কি হল,
কেনো এই পরিবর্তন?
সময়ের আগেই ঘরে ফেরার তাড়া,
ভালো থাকার একটু চেস্টা,
এমন ছিল না কথা,
কথাটা যে ছিল,
উপগ্রহের মত ভেসে বেড়াতে হবে,
কারো মায়ায় পড়া যাবে না,
যাযাবর হতে হবে।
তবে কি সত্যি,
কোন এক রমনীর মায়াতে পড়ে।
তবে কি কোন হরিনীর,
চোখের মায়াতে আটকে,
হয়তবা,
কোন এক মানবী।
যার মায়াবী মুখ,
কাজল কালো চোখ,
দীঘল কালো কেশ,
হাতে রেশমি ছুড়ি,
পায়ে নুপুরের ধ্বনি।
প্রতিটি মুহুরত্বে মাতিয়ে রাখে,
এই অবুঝ মন।
তবে কি সত্যি,
কোন এক মহাপুরুষের বানী,
মানুষকে প্রেম করতে হয় না,
নিজের অজান্তেই প্রেম সৃষ্টি হয়ে যায়।
মানবী,
আজ ভালোবেসেছি,
আবার নতুন করে,
আমি পরাজিত,
পরাজয় মেনে নিয়েছি,
তোমার হরিনী চোখে।
23_09_2015