তুমি মাটি হলে বন্ধু,
আমি হব ঐ নীল আকাশ।
তুমি জানালা হলে বন্ধু,
আমি হব দক্ষিনা বাতাশ।
তুমি ফুল হলে বন্ধু,
আমি হব ফুলের শুভাস।
তুমি আকাশের মেঘ হলে বন্ধু,
আমি হব এক ফসলা বৃষ্টি।
তুমি চাঁদ হলে বন্ধু,
আমি হব ঐ চাঁদেরি আলো।
তুমি নদী হলে বন্ধু,
আমি হব ঐ নদীরি প্রবল স্রুত দ্বারা।
তুমি রংধনু হলে বন্ধু,
আমি হব রংধনুর ঐ সাত রং,
তুমি ঘুম হলে বন্ধু,
আমি হব ঐ ঘুমেরি স্বপ্ন।
তুমি পাঁখি হলে বন্ধু,
আমি হব ঐ পাঁখিটার মিষ্টি মধুর ডাক।
তুমি গান হলে বন্ধু,
আমি হব ঐ গানেরি পাগল করা সুর।
তুমি কবিতা হলে বন্ধু,
আমি হব কবিতার ছন্দ।