রিমঝিম বৃষ্টিতে ;
কি ভাবছে মন,
হয়ে আছে একাকী ;
এই অবুঝ মন।
মন শুধু চায় আজ,
হাত ধরে চলতে,
বাস্তবতা মেনে নিয়ে,
জীবনে পথ চলতে।
বাস্তবতা আজ বড়ই নিষ্ঠুর
কল্পনা ছিল সে অনেক সু মধুর।
জীবন তরীতে ,
উড়াতে চায় সুখের পাল,
মাঝ পথে চিরে যায়,
উড়ানো সেই পাল।
রিমঝিম বৃষ্টিতে,
বোঝেনাতো মন,
হারিয়ে চায় যেতে,
বৃষ্টিরো প্রতি ফোঁটায়।
বর্ষার আগমনে,
উচ্ছাসীত মন,
চঞ্চলতায় ভরে উটুক,
সবার এই জীবন।