লাল বেনারশী,
হাতে এক ঝাঁক চুড়ি,
মাথায় টিকলী,
দেহ ভর্তি গহনা,
মুখে বিষাদের হাঁসি,
চোখের কোণে লুঁখিয়ে থাকা,
হাজারো ব্যথা বেদনা,
বলতে না পারার অশ্রু।
পাশে দাড়িয়ে থাকা,
এক হতাশাগ্রস্ত যুবক,
হাতে এক গুচ্ছ,
শেষ বিদায়ের ফুল,
চিরচেনা সেই আপন হৃদয়কে,
বিদায় জানানোর জন্য,
মাঝে মাঝে,
সবার আগছড়ে,
শেষ বারের মতো,
একটু চোখাচোখি।
এ যেনও,
এভারেষ্ট জয়ের আনন্দ,
এ হৃদয় শূন্য,
হয়ে যাওয়ার সুখ।
ফুল দেওয়ার সাথে যেন,
সমস্ত হৃদয়ের ভালোবাসা বিসর্জন,
একটু সুখের আকুতি।
আর সেই সুখের জন্য,
হৃদয়ের সমস্ত ভালোবাসা উৎসর্গ।
কি ভাবচেন?
কোন এক সিনেমার দৃশ্য,
না কোন সিনেমা নয়।
এক স্বপ্নবিলাশী,
যুবকের স্বপ্ন বিসর্জনের গল্প।
হাজারো স্বপ্ন নিয়ে,
গড়া ভালোবাসা,
চোখের সামনে দিয়ে,
হারিয়ে যাওয়ার ব্যথা,
কিছুই করতে না পারার,
অপরাধ নিয়ে বেঁচে থাকা,
তার পরেও একটু ক্ষানি আশা,
ভালো থাকে যেন আমার ভালোবাসা,
ভালো থাকলে ভালোবাসা
থাকব সুখে চিরকাল,
আমি একা।
বিধাতার কাছে,
এতটুকুই চাওয়া,
হাঁসি খুশি থাকে যেন সর্বদা,
আমার উৎসর্গীত ভালোবাসা।