অনেক দিন পর,
আজ আবার চাঁদকে দেখলাম,
চাঁদটা সেই আগের মতোই আছে,
এখনও সে,
তার মিষ্টি হাঁসি দিয়ে,
হাঁস্য উজ্জল করে রেখেছে তার পৃথিবী,
কি ভাবছেন?
আমি ঐ দুর আকাশের,
চাঁদটার কথা বলছি?
না......
ঐ চাঁদের কথা নয়,
আমি আমার আকাশের,
সেই মায়াবী চাঁদের দেখা পেয়েছি,
যাকে আমি,
হারিয়েছি কোন এক অমাবর্ষায়।
সে আজ ঐ আকাশের চাঁদের মতো,
আমার থেকে অনেক দুরে,
যাকে ইচ্ছে করলেই,
এখন আর দেখা যায় না।
সেই চাঁদকে দেখার জন্য,
আমার প্রতিদিনের প্রতীক্ষার শেষ হয় না।
নির্ঘুমতায় কাঁটে,
আমার প্রতিটি প্রহর,
আজ আমি,
সেই চাঁদের দেখা পেয়েছি,
যে চাঁদের আজ,
অন্য গ্রহে বাস।
যে চাঁদের কাছে আজ,
বড় বেশি অচেনা এই আমি।
হ্যা হ্যা......
আমি আমার চাঁদের কথা বলছি,
যার মায়াবী মুখ,
চাঁদে মুরানো মিষ্টি হাঁসি,
যার হরিণী চোখ,
মন মাথানো চুলের ভাঁজ,
আমি আবার আজ,
সেই চাঁদের দেখা পেয়েছি,
যদিয়ও এই দেখা,
ক্ষনিকের দেখা,
তবুও থাকে দেখাটা,
আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো,
ভালো থেকও চাঁদ।
মাঝে মধ্য,
এসো আমার আকাশে,
নিমত্রণ রৈইল।