তোমাকে যে দিন,
প্রথম দেখেছিলাম,
লালচে বাদামী,
শাড়ী পড়া।
চুল গুলো হাওয়াতে উঁরিয়ে,
কোন এক মায়াবী সন্ধ্যায়,
ভার্সিটিতে দাঁড়িয়ে হাঁসছিলে।
সে দিন তোমাকে,
এত সুন্দর লাগছিল।
যা হয়তো আমার,
অগোচালো লেখাতে ফুঁটে উঠবে না।
আমি কবি নই,
তাইসে দিন তোমাকে নিয়ে,
কবিতা কিংবা কাব্য লিখতে পারিনি।
শুধু মুগ্ধ হয়ে দেখেছি।
তোমার হরিনী চোখ।
তোমার মায়াবী মুখ।
আর....
সেই মায়াবী মুখের মিষ্টি হাঁসি।
ভালো ই লাগছিল।
জানি,
তুমি বিশ্বাস করবে না,
তবুও বলছি,
সে দিন তোমাকে অপরুপা লাগছিল,
ইচ্ছে করছিল,
তোমার চুল আলতো করে চুয়ে দেই,
তোমাকে নিয়ে কবিতা লিখি,
কিন্তু.....
আমিযে,
কবি নই।
তাই তোমাকে নিয়ে লিখতে পারিনি।
যদি সে দিন,
রবি, নজরুল,কিংবা সাগরদা থাকতেন,
তবে তোমাকে নিয়ে তারা হাজারো কবিতা লিখতেন।