টিপ টিপ বৃষ্টি ঝড়ছে,
যেন উচ্ছল তরুনির পায়ে নুপুরের ধ্বনি।
কি যেন এক প্রতি ধ্বনি,
হৃদয়টাকে ডেকে নিয়ে যাচ্ছে,
যেন অচেনা কোথায়,
কোথায় কেউ নাই,
অভারিত মাঠ,
তবুও কোন আসায়,
বৃষ্টির এক একটা ফোঁটা যেন উপছে পড়ছে,
সেই অভারিত মাঠের বিশাল বুকে।
এতেই যেন তার সুখ।
সব কিছু উপেক্ষা করে,
চোটে আসছে সে,
আসছেই,
আর চুপটি করে,
মুখটা লুখিয়ে,
একাকার হয়ে যাচ্ছে মাঠের সাথে,
এখানে ও কি অদ্ভুত ঠান।
যা প্রতিটা মানুষকে ঠানে,
হে,
এটাই সেই ভালোবাসা,
আর ভালোবাসার আনন্দ.