এই ছন্য ছাড়া জীবনে,
তুমি এলে হঠাৎ করে বন্ধু,
আকাশ ভাঙ্গা বৃষ্টির মতো হয়ে,
পালটে গেল জীবন গল্পের দিক,
আশায় বুক বাদলাম,
উঁড়াতে লাগলাম ভাঙ্গা তরীর সুখের পাল,
এ যেনও স্বপ্নের মতো পাওয়া,
তোমায় ঝরিয়ে নিলাম বন্ধু,
মন পাজরে,
হাসি ফুঁটে উটল,
রাতের শেষের ভোরের সূর্যের মত,
অজানা শিহরনে খেপে উটে বুক,
যেন চাঁদ হাতে পাওয়ার মতো,
তোমায় পেয়েছিগো বন্ধু,