রোজ সূর্য উঠে, পরিশুদ্ধ দিনের নতুন আলো,
তুমি দূরে থাকলেও, তোমার মনে ভালো।
স্মৃতির ঝর্ণায় পড়ে, তোমার চোখের নদী,
ভালোবাসা ছড়ায় দক্ষিণের সব পথে।
দূরে থাকা তোমার, উচ্ছ্বাস ক্রমেই বেড়ে বাতাসে
কতই শূন্য লাগে এ দুর্বিষহ বিচ্ছিন্ন আকাশে।
আলোকের সমাচ্ছয়ে তোমার স্মৃতি রেখে রাখি,
তোমার অনুরাগী কাছে পৌছানো পাখি।
প্রতিদিন নিঃশ্বাসের সঙ্গে তোমার আশা,
দূরে থাকি, তবুও মনে রয়েছে তোমার চেয়া।
সূর্য অতিথি হয়, আসে এক নতুন দিনে,
তোমার অভাবে, মন অন্দরের বেদনার ছায়া।
পাখিরা গায়, বাতাস বয়, মুক্ত আকাশ সাজে,
তোমার স্মৃতি জ্বলে আমার অগ্নি হৃদয়ের মাঝে ।
বুঝি, দূরে থাকা আমাদের দুঃখময় পরিস্থিতি,
তবুও তোমার স্মৃতি ভালোবাসায় ভরা হিস্তি।