এখানে আকাশটা অনেক বড়
সাদা মেঘ ভেসে বেড়ায়
জোছনা ঘিরে প্রতিদিন,
দুরে কাশবন দোলে ।
ভুল হাওয়া হিমেল পড়শ
সবুজের সমারোহ নাচে
পরস্পরের হিসাব ব্যবস্থা
তার তালে স্বপ্ন,পরশে।
দক্ষিনের খোলা জানালায়
যতদূর চোখ যায় আহরনে
অস্পষ্ট বালি আর জোছনা
খেলা করে ক্লান্ত হীন রাত,
অবশ্যই বিলুপ্ত বাস্তবতা হচ্ছে
অসংখ্য লেনদেনে পূর্ণ তৃপ্তী ময়,
আমার সাদা মাটা আবছা জীবন
তোমার পড়শে হয়ে ওঠে রঙিন।