তুমি ফিরে আসো বারংবার
প্রেয়সীও প্রেমের অভিশাপে,
ছলনার মিথ্যে প্রতিশ্রুতি অনুতাপে
মোহমায়া শাপমোচন নির্বাসিতে ।
হৃদয় মম যত কাছে না পাওয়ার রোশে
আকাশ কুসুম মন ভোলানের খোলসে,
বিসর্জিত হও কান্নার নোনা জলে
সলিল সমাধি নব সখি আঁচলে।
প্রেমে প্রত্যাশিত হৃদয় হনন কালে
তুমি নিরব বাঁক হীন সুখ পাখি
আপনার জ্বালা মিটাই সহ তালে সখি
যত তত মিথ্যে বাহানা চরণে রাখি ।
ভোলা মনে উদাস তুমি
লোটাও দেহ উজাড় করে ভূমি,
আমি প্রেমিক তোমার জীবন সারা
বর্ণচোরা হই অদৃশ্য ঠকাইতে বসু ধরা।