চাঁদের আলো মাখা সেই নীরব রাত্রি,
পথে চলে একা, আঁধারে ভয় স্মৃতি।
দূরের পুকুর, তৃষ্ণার আশায়,
তবু বুকের ভিতর ভয়ের তীব্র হাওয়া।
নিশীথ রাতে নির্জন পথে, একা সে হাঁটে,

দুর্বল হাতে ভারী কলসি বয়ে,
পথের প্রতি পা যেন বাধার খোঁজে।
সাপের ফোঁসফোঁস, ঝড়ের হুংকার,
না দেখা ছায়ার গাঢ়তর আকার।
তবুও অপেক্ষায় আগামী পথ,

তবু সে চলে, সাহসের প্রদীপ জ্বেলে,
ভয়ের ছায়া পেরিয়ে, নির্ভীক মনের বলে।
ভুলের ভার মুছে দেবো তখন।
জীবনের যুদ্ধে নিরব এক নায়িকা,
তার ইচ্ছাশক্তি, অটুট, অমলিন চিরকালিকা।

ছায়ার আড়ালে ভয় যেন তাকে ঘিরে থাকে।
দূরের পুকুর, তার গন্তব্য ঠিক,
কিন্তু হৃদয়ে বাজে ভয়ের সুর, নিঃশব্দে দিক্।
যেন অন্ধকারে তার জীবন যুদ্ধের কষা।
তবু সে হাঁটে, অদম্য সাহসে ভরা,

প্রতিমুহূর্ত ভয় অথবা মহাজনের ভূতের ছায়া।
নিঃশব্দ যোদ্ধা, তার পথ দীর্ঘ, অটুট মনোবল,
ইচ্ছাশক্তি দৃঢ়।ভয়ের বেড়াজাল ভেঙে,
সাপের ফোঁস, ঝড়ের দাপট,জীবন যুদ্ধ,
অপেক্ষায় আগামী পথ।