আগুনের মিহি তাপের মত
প্রানের ভিতর চঞ্চলতা ঘূর্ণি হাওয়া
নিষ্পাপ পুষ্পের মত পবিত্র
সচকিত করে প্রথম প্রেমের উপলব্ধি ।

আমার অস্তিত্ব সুতয় ঝুলিয়ে
তার খোঁপায় গুঁজে কাঁঠাল চাঁপা ফুল
অপূর্ণ ঘ্রাণের  প্রাণের নির্মল ভালবাসা
পলাশের রঙে রাঙা মায়াবী ছোঁয়ায়।

তার চোখে হারিয়ে ফেলে পথের দিশা
নিস্তব্ধ সন্ধ্যার মৃদু রঙিন শপথে
ভালোবাসা বাঁধি অজানা বিশ্বাসে
স্মৃতির প্রদীপে টলমল জোৎস্না চোখের পাতা ।

অধরা সুরের শেষ অলিন্দে দ্যূতিহীন পটে
ভাসিয়ে দেই নামহীন অভিমান আঁকা
ফাগুনের আগুনে জ্বলে ওঠা শিখা
তার চঞ্চল হাসিতে রাখি প্রেম লেখা ।