জীবনের কোনো এক বাঁকে
দুই মেরু এক রেখায় প্রয়োজনে,
এক রাস্তায় ,পাশাপাশি অবশেষে
রঙিন জীবন স্বপ্ন সাজাই আয়োজনে ।
আমার রূপকথার ইচ্ছা খোয়াড়
হৃদয়ের আওয়াজ প্রেমের অধিকার
অন্যজন জিজ্ঞাসা , ভালোবাসা নেই ?
দুর্বার বন্ধুর পথ ফেলে দলাই ।
মন পবনে ফাগুন বেড়ি ,হংস যুগল
অস্তাচলের ভাঁড়ামী, সীমার ওপার
আঙ্গুলের কড়াদেয়া,বিকৃত পায়ে
ভৎস করি কুৎসিৎ শিকল ।
মন সৌন্দর্য বোধ কিসে আসে
সে জানে যে ভালোবাসে
চাওয়া পাওয়ার মতের অমিল
এক আকাশ শঙ্খচিল।