অনবদ্য তাই আত্মোপলব্ধির
শিয়রে তোমার কমোল হাত,
তোমার ছোঁয়া বাম পাঁজরের
ব্যাথাটা হয়ে যায় কুপোকাত ।
সরু বিছানায় সাদা চাদরটা
অনেক দিন হইনি আর কাঁচা,
ক্ষন জন্মা স্বপ্ন আমারটা
আধো জাগা নির্ঘুম আধো বাঁচা ।
তবু স্বপ্ন দেখি কালকের
নতুন সোনালী ভোরের,
তোমার পরশে নড়ে চড়ে
উঠবে আমার কপাল ঘোর।
কতো রাত কাটে এপাশ ওপাশ
খুঁজে বেড়াই অনাবিল প্রকাশ,
নির্ঘুম স্বপ্ন হয়না আর দেখা
তুমি আসবে স্বপ্ন খুঁজি একা একা।
শরৎ আকাশে জোছনা ছায়া
মেঘগুলো ভাসে ভেলা,
হাজার মুখে তোমাকে খুঁজি মায়া
বিপর্যস্ত সকাল, রাত দুপুর বেলা।
পাশাপাশি হেটেঁ কতটা পথ
রুক্ষ প্রান্তর দিয়েছি আমরা পাড়ি,
সাগরের নোনা জল, মিথ্যে শপথ
বালুকা বেলায় খেয়েছি গড়াগড়ি।
কতো স্বপ্ন আমি গড়েছি
দুজন হয়েছে সব ছাই,
তবুও মিথ্যে করে পুড়েছি
সাজাই স্বপ্ন যদি দেখা পাই।
প্রলাপ বলে মুখ ফিরিয়ে
তুমি লক্ষ্য যোজন দুরে
তবুও প্রত্যাশা গোধূলি বেলায়
শিয়রে আসবে আবার ফিরে।