খুঁজে দেখি জীবনের পাতায়
লেনদেনের- হিসেব নিকেশ,
আয়নায় নিজেকে ফিরে দেখা
চোখ ফাঁকি দিয়ে একা একা ।
ফেলা আসা অর্জন
মিলিয়ে নিয়ে শেষমেশ ,
দেখি সব কিছু ভাবনার,
মুখোশ ,অন্তরালে, ছায়ামূর্তি!
সহজ আহরনে, বিলুপ্ত বিবেক
পরস্পরের যোগসূত্র যবনিকা,
হারিয়ে শুকনো স্বপ্নের মরিচিকা
বিবর্ন সম্পর্কের আয়োজন ।