যখন তখন যদি  উদাস হয় মন
তবে আমায় খুঁজে নিও ,স্মৃতির আঙিনা
আমি আজও চেয়ে ,তোমার আসার পথে
রংধনু  রঙে রাঙিয়ে আমার দর্পণ।

সুনসান কালের ছায়ামূর্তি অন্তরালের চাবি।
হারিয়ে খুঁজি রঙে রঙিন রং শালা ,
মূর্ছনা ভয় পাওয়া ফিসফিস আওয়াজ
ঠাস করে বন্ধ করা তোমার কপাট।

কিঞ্চিৎ বিরক্ত হয়ে লাল চোখ রাঙানি
চৈত্র মাসে জর্জরিত কাঁপানো শীত,
আমার পথ চলা অবয়ব ভালোবাসা
নিজস্ব ভুল স্বপ্ন তিরস্কার অবিরত ।

লালচে দৃষ্টি শিকল বাঁধা ম্লান করে প্রান
স্পষ্ট প্রশ্ন হারিয়ে খুঁজি কিন্ত উত্তরটা,
কি যে কঠিন ইদানীং,মনের ভিতর খুবই
মুখোশের আড়ালে স্বাসত জিজ্ঞেস!

গোধূলি বেলা যদি ক্ষয় নেমে আসে 
আধার ল্যাম্প পোস্টে ,আলো না জলে
মেঘ থেকে বৃষ্টি  ঝড়ে অঝর ধারা
জেনো অশ্রু ঝড়ে তোমার বিরহে মেঘ ।

দর্পণের সামনে নিজেকে আজ
মনে যেন অনবদ্য ভালোবাসি,
পাওয়া আর না পাওয়ার মাঝে
খুঁজে ফিরো ফেলে আসা অচেনা বসন্ত ।