সাজেক উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য ও মোহনীয়তা
কর্ণফুলী নদী থেকে  সাজেক নদী, মাইনি পর্বতে এ মাইনি নদী
লীলাভূমির প্রাকৃতিক দৃশ্য মনোরম অঞ্চলের নির্মলতায়
চাকমা, মারমা, ত্রিপুরী, পাংখো, কাইবর্তা, লুইশাই
পাহাড়, ঘন জঙ্গল মেঘের ভেলা

মেঘের সাথে সাজেকের আলোয়
হৃদয়ে সুন্দর্য আকাশ ছায়া রঙ্গিন ছবি।
কাংলাক পাহাড়ে , লুইসাই গ্রাম উচ্চ শিখর হৃদয়ে  স্বপ্ন,
মেঘ আর পাহাড়ে প্রেমে।মেঘের সঙ্গে, বৃষ্টির নাচ
পাহাড়ে প্রেমের বন্ধন বাঁধি। বৃষ্টির পানির ছায়া।
পাহাড়ের শিরে সেই ক্লান্তি মিলে,মেঘের বৃষ্টি,
পাহাড়ের মেলা, সাথে সবুজ জঙ্গলের সুখ,মেঘের কোলে

পাহাড়ের চুমু মুখে আলিঙ্গন, আকাশের বাঁধন
ঘূরে ফিরে মেঘের ভেলা পাহাড়ের সীমানা
সবুজ জঙ্গলে হারিয়ে,মেঘের মোহনায়
মেঘের সঙ্গে পাহাড়ের মাঝে সৌন্দর্য
ঘাসের মাঠে ফিরে বনের রঙিন প্রাকৃতিক রঙ,
আকাশের গহনে এক সুন্দর স্বপ্ন জলের স্পর্শে  
সৌন্দর্যে মন মেলে পাহাড়ের সাথে  মন আবেগে  ।