মহাসমারোহে যুগে প্রতারকেরা
বাটপারির উৎসবে মেতে উঠে,
প্রবাহিত আয়ের উৎস শেষ হবে
লালসার অল্পই আলোকিত মানুষ ।
অদৃশ্য চিরুনি অভিযান প্রয়োজন
ভেতর মানুষের স্বজন সন্ধান ,
ডোমের কাছে জবাবদিহি দরদ!
লাশ মুক্তি প্রতারণার জাল ?
আশেপাশে হচ্ছে বিলুপ্ত অর্জন
সাফল্য ধান্দা সকাল বিকাল,
মহাজনরে কার্যকারণ মায়া দুনিয়া
আবছা ত্যাগে মিথ্যে স্বর্গরাজ্যে।
অস্পষ্ট সাম্প্রতিক আবছা ধারনা
অবশ্যই আহরনে পরিচিত মুখি,
বিপ্লব আসছে, সময়ের পরিবর্তন
পুনরাবৃত্তি শেষ হবে একদিন ।