ছোটো ছোটো পায়ে চলা শুরু
বাবার হাত ধরে , অনুভূতিগুলি
ভালোবাসা স্মৃতিই কি বুঝতাম না
ঘাম ঝরানো শিক্ষাটাই
রপ্ত শাণিত মনের
চাহিদা অভিযোগ জমা গোছানো ইচ্ছা
যতবার চোখের সামনে যত্নশীল
বাবার কপালে ঘাম , দূর্বলতা উল্লাস
সব কিছু জয় , সন্তান,অজান্তেই
জীবনে যত শুরু সংসার সাগরে
দৌড়ায় ভালো মুহূর্ত।
তৃপ্তি, ভালোবাসা,
সার্বিক দূর্বলতা প্রয়োজন
উৎকর্ষ সাধন অনিয়মিত জীবন যাপন
নিজেকে আরও বেশি শাণিত করে
সময় সাথেই প্রিয় পুরুষ বাচতে
সাধারণ হয়েও তুমি অসাধারণ “বাবা”
আমার জীবন থাকি'না থাকে
আমি আমার সন্তান চাই যার জয়
আমাদের ভালোবাসা যেমন আমার কথা
এই শুভকামনা কাঙ্ক্ষিত আগামী
আমার যা কিছু অর্জন
তোমার দেখানো ইচ্ছা সত্যি
সে সব পথ আজও পাথয়
আমার আগামী পথিক সময়
বন্ধুর পথ যেন চিরসবুজ হয় ।