যখন রাঙাই বিশ্বাস, সাজাই জীবন
ত্যাগ-তিতিক্ষা ও দায়িত্ববোধ মনেপ্রান,
জীবন্ত খেলায় দেয়াল,ব্যস্ততা
মুখরে হাজার পিছুটান স্মৃতির সজীবতা ।
মন ছুঁয়ে পাশে দাঁড়াই আগামীর,
সীমাহীন হাসিমুখ,আপন পর
মহামারীর কল্যাণে উৎসব মুখর
ভেদাভেদ মধ্যবিত্ত হস্তান্তর ?
সমৃদ্ধ জীবন যাপনের খোঁজ,
মহাজনের হাত বদলে মহিমায় ,
অনিয়মের উপরওয়ালা কারসাজি !
সদ্ব্যবহারের ভাবমূর্তি অনুত্তর ।