আদর্শিক দ্বন্দ্বে প্রজন্ম থেকে প্রজন্মে
মূল্যের ঊর্ধ্বগতিতে ক্লান্ত জনসমাজ,
দেশীয় সীমান্ত বহুত্ববাদের অমীমাংসিত
স্পর্শকাতর জীবন যন্ত্রণার যোগফল ।

দাঁড়িয়ে নিপীড়ক শক্তির রেনেসাঁ’র ক্ষতি
দেব মাল্য অস্পষ্টতায় তরঙ্গে ফ্যাসিবাদ,
নীতিনির্ধারণে আকাঙ্ক্ষার সংঘাত
বিস্মিত জবাবদিহি ছক,সেবা’ বিক্রি ।

শহীদের রক্তের দাগ শুকিয়ে যাওয়া
প্রকাশ্য ও গোপনে পুরোনো প্রভু ছায়া,
রক্ত ঝরবে তাঁদেরই নিপীড়ক মানব
কৌশলে ‘প্রভু’দের স্বার্থের সংঘাত।