একান্ত শুধু নীরবতা টুকু
অপেক্ষা লিপ্ত হয়,ফলশ্রুতি
বিকেলে ক্রমাগত অনুশোচনায় ,
ফিরে সন্ধ্যার অদৃশ্য ঢেউ জড়িয়ে ।
একাকীত্ব মানে
কখনো চুপ করে
নীরবতাটুকু ভেঙে
ছটফট করে মরে?
সিদ্ধান্তের যত আলিঙ্গন
অবাধ্য সীমালঙ্ঘন ,
জীবনে স্বাদ, বিপর্যয় আস্বাদন
নিশ্চিন্তে অন্ধকারাচ্ছন্ন ।
তিক্ততার ইচ্ছে কথা ,
মন খুঁজে দূর ভরসা
তিক্ততার স্বাদের স্পর্শ জীবনে
অন্তত বিশ্বাস আছি !!
আকাশের মত বিশাল অবতীর্ণ
যাচ্ছেতাই ভাবে অসহিষ্ণু অজুহাত
সচেতন অবাস্তব তিক্ত প্রবণ
নির্ভর সাজসজ্জা মিথ্যে জগত ।