নিজের জীবনের অদম্য স্পৃহা,
বাঁচার আমন্ত্রণ হামাগুড়ির এলার্ম সুইচ,
হুড়োহুড়ি বিশৃঙ্খলা ,দিয়ে ঘেরা
ঠেলাঠেলি আতঙ্কিত প্রাণযায়

তালাবদ্ধ যন্ত্রপাতি,লোহার গ্রিল ।
অভাগাদের অমানবিক প্রতিযোগিতা,
যদু মধু রুই কাতলা ধর্মরাজের আওতায়
শাসন পাতলা মহাজন, তুচ্ছ জীবন উৎকর্ষতা
স্ববিরোধিতা সুবর্ণ ধান্দা,যথেষ্ট কৃছছা সাধন
অগ্নি প্রতিরোধ ও নির্বাপনে মৃত্যুর মিছিল ।

আত্মবিশ্বাস স্বস্তিদায়ক মিথ্যে কর্ম পরিবেশ
প্রলোভন গুছিয়ে মানসিক ইন্সুরেন্স
পারিপার্শ্বিকতার দাতব্য ছোঁয়া
স্বাভাবিক জীবন  বেচে থাকার অধিকার
বিত্তশালী, ক্ষমতা আয়-রোজগার ।
গভীর সমবেদনা ,আত্মার মাগফিরাত
স্ববিরোধি সমাধান বন্ধ দূয়ার,
কে কার আপন,কে রাখে খবর
দারিদ্রের অভিশাপ শিকলের কড়ায়
অংগার লেলিহান জ্বলে পুড়ে এফ আর,
পেশাদার দায়ভার ঠান্ডা মাথায়
মরে শ্রমিক রানা প্লাজায়  ,
মরে তাজরীন ,মরে নিমতলায়
মরে দাহ্য ,বিষে রূপগঞ্জ।

  ৫০ হাজার দিলেই মাথাপ্রতি
শ্রমিকের প্রাণের ,শৈশব বৃদ্ধ
ভবিষ্যতেও মরবে,শ্রমিক জীবন
মানুষ‌কে হত্যা যোগসাজশ‌সের ,
শি‌হ্মিত সমা‌জের বন্ধন, বাণিজ্যিক সম্পর্ক
অধিকার রাখে উৎসব জনে
পুজিবাদের উদাসীনতা স্থায়ী যাত্রা
মূল্যবান মৃত্যুর মিছিল ।