বহুদিনের অভ্যাস
নিঃশ্বাস উড়ে যায় ,
নির্বাসিত হয় পুরাতন সম্পর্ক
বিবর্ণ হয় সাজনাতলার শপথ ।
পাওয়া আর না পাওয়ার মাঝে
খুজে ফিরে ফেলে আসা বসন্ত
দর্পণের সামনে নিজেকে আজ
খুবই অচেনা মনে হয় ।
মুহুর্ত হয়ে আসে
যুগের মূর্ছনা অবিরত ক্ষয়
অনবদ্য ভালোবাসি,
ভোরের শিশির স্নিগ্ধ বিন্দু
ছোট হয়ে আসা পৃথিবী ।
কলমের কালি কিংবা স্বপ্ন
তিমির রাত্রি নতুন ভোরের আলো
দিন যেমনি যাক
জমে থাকা নিলিপ্ত মরিচিকা
আজও হ্দয়ে গহীনে
প্রতিটি অন্তরালে আলিঙ্গন
সর্ম্পূণ সত্তা জুরে নিঃশ্বাসে
তোমায় ভালোবাসি ।