জীবন প্রেমের স্বাদ- আয়নায় তাঁকিয়ে
এক জীবনের ইচে্ছ পূরন
নৌকা আর ঘাঁট বাঁধবে না
দুরন্ত বাতাসে, পাল তুলে
জীবনের বাস্তবতা আটকে থাকে।
শুদ্বতার জোয়ার প্রভাবিত করেছে
পিছনের পারাপার ,ভুল খেলায়,
অন্ধ বিশ্বাসে নিলিপ্ত মরিচিকা
বিকশিত হয়েছে ব্যর্থতাও
চড়াই উৎরাই বিভ্রান্ত ,
বিচিত্র রঙের জীবনযাপন ।
সময়ই পাশে আছি, ইচ্ছা ফ্যাঁকাসে
আবেগের মঞ্চে বদলে দিবে
চোখ কোনে জমে থাকা জল
প্রেমের হিসেব ।কাকতাড়ুয়া-সুখ পাখি
সবুজের মাঝে বিলিন কিট পতংগ
ইচ্ছা মোড়কই উন্মচিত,
মাঝে মাঝে যত্রতত্র নিদারুণ মরিচিকা ।