কার মিলনে ! কার আঁশে !!
ত্যাগে আপন কিসের ভরসে
কি সম্বল ,কি তার মায়া?
ছেড়ে জননী,কন্যা জায়া ।

মান হুষ হলাম কবে
হিংসা ,লোভ মনের খোভে!
কখনো জানি কিসের আঁশে
আত্মমোজ্ঞনো বিষের রেশে।

আত্মহনন অজ্ঞতায়,
মনের পথে চলা,
রঙের প্রলেপ নয়ন জুড়ে,
চোখ বুঝলেই আঁধারে ।

যে যায় নিস্তেজ  
দেহে আত্ম মিলনে
সে কি দেখে?
কে সাথী এশবে,

সাড়েতিন হাত মাটির ঘর
বাঁশ চাটাই ছাউনি,
পেছনে অট্টলিকা,আকাশ তারা
শেষ বিকালের রজনী।

প্রিয়জনের যাত্রা শবে
ফিকে পরিজন,একা রবে
জীবদ্দশায় মানব মেলায়
সাথের সাথী নেই আপনালয় ।
-----------------------
(বড় ভগ্নিপতির আজকে (০৬/০৭/২০২১)শেষ যাত্রা না ফেরার দেশে-তাকে উৎসর্গ করে লেখা)