ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে
ছানী পড়া চোখ খানা দিয়ে ,দেখি
মুখিয়ে জীবনের সমাপ্তি,
সম্পর্কের বিবর্ন রঙ ,বিক্রি হয়ে যায় ।
উত্সবে মাতে নৈতিকতার শোক
দর'কষাকষি ব্যস্ত জীবন,
সম্পদের ভাগাভাগি দীর্ঘশ্বাস
জীবনের দায় মুক্তির জন্য এত কিছু!
মানুষের জন্য অপেক্ষা আয়নার
হাহাকার তৃপ্তি মানুষের বদল
ফিরবেই একদিন !!
আত্মার সিদ্ধ অভিযান।